
প্রথম ধাপ
পাবলিক ভোটিং রাউন্ড - ৪০ মার্কস
-
এটি একটি পাবলিক ভোটিং রাউন্ড। প্রত্যেক প্রতিযোগীকে পোর্ট্রেট ওরিয়েন্টেশনে একটি ভিডিও বানিয়ে তাতে নিজের পরিচয় এবং কেন আপনি নিজেকে তুলনাহীনা (সিজন 4) এর শিরোপা লাভের যোগ্য মনে করেন তা বর্ণনা করতে হবে (বাংলায় অথবা ইংরেজিতে)। ভিডিওর সর্বাধিক সময়সীমা ১ মিনিট।
-
প্রত্যেকে নিজেদের ভিডিও ক্রাফটোম্যানিয়াক্স এর হোয়াটস অ্যাপ এ পাঠাতে পারবেন অথবা ওয়েবসাইট এর নির্ধারিত জায়গায় আপলোড করতে পারবেন।
-
প্রতিযোগীদের নিজেদের ভিডিও পাঠানোর শেষ দিন ৩০ জানুয়ারি, ২০২৫।
-
প্রতি জনের জন্য একটি করে আলাদা ভিডিও রিল তৈরি হবে যা ক্রাফটোম্যানিয়াক্স এর ফেসবুক ও ইন্সটাগ্রাম পেজ থেকে ফেব্রুয়ারির ১ তারিখ পোস্ট করা হবে।
-
কেউ তার পছন্দের প্রতিযোগীকে ভোট দিতে চাইলে তাকে মূল ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে সেই প্রতিযোগীর নাম কমেন্ট করতে হবে।
-
অংশগ্রহণকারীরা ভোটের আবেদন জানিয়ে ভিডিওটি শেয়ার করতে পারেন। তবে শেয়ার করা পোস্টে আসা কমেন্ট এক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র মূল পোস্টের কমেন্টগুলিকেই কাউন্ট করা হবে।
-
৮ ফেব্রুয়ারি ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটদের প্রাপ্ত মোট ভোট গণনা করা হবে।
দ্বিতীয় ধাপ:
লাইভ ইন্টের্যাক্টিভ সেশন - ৬০ মার্কস
-
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ (শনিবার) ইন্টের্যাক্টিভ লাইভ সেশনটি অনুষ্ঠিত হবে
-
সম্পূর্ণ সেশনটি হবে গুগল মিটে। প্রতিযোগীদের নিজেদের সিস্টেমে গুগল মিট ইনস্টল করে নিতে অনুরোধ জানানো হচ্ছে।
-
প্রতিটি গ্রুপের জন্য পৃথক টাইম স্লট ভাগ করা থাকবে (পরবর্তীতে জানানো হবে)।
-
লাইভ সেশনে উপস্থিত বিচারকেরা সরাসরি প্রতিযোগীদের প্রশ্ন করবেন।
-
রাউন্ডটি শুরু হওয়ার ৩০ মিনিট আগে গ্রুপগুলিতে মিটিং জয়েনিং লিংক পাঠানো হবে।